নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে গাজী এম শওকত হাসান (৫০) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে লাশটি উদ্ধার করেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। মৃত গাজী এম শওকত হাসান কুমিল্লার দুর্গাপুর অশোক তলা এলাকার গাজী মোস্তফার ছেলে। শওকত হাসান গত ৩০ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, হোটেল সিগালের ৩০৮ নম্বর কক্ষে গাজী এম শওকত হাসান অসুস্থ অবস্থায় ফ্লোরে পড়ে ছিলেন। পরে শওকত হাসানের সহকর্মী ও হোটেল স্টাফরা তাকে তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-