ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
উখিয়ায় যানজট নিরসন,ফুটপাত দখলমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) দুপুরে কুতুপালং স্টেশনে অবৈধভাবে সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ইউএনও তানভীর হোসেন।
উখিয়া থানা পুলিশের সহযোগিতায় কুতুপালং বাজারে সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে উঠা অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়। এসময় মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি মামলায় ১০হাজার টাকা জরিমানাও আদায় করেছে প্রশাসন।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ ও থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম বলেন,”কুতুপালং বাজারে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দুটি দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন। হোটেল রেস্টুরেন্টে স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। প্রতিটি রেস্টুরেন্ট পরিদর্শন করে সচেতনতা সৃষ্টি অব্যাহত রয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন,” কুতুপালং বাজারের দু’পাশে সিএনজি টমটমের যত্রতত্র পার্কিং না করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাজারের দু’টি দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে প্রতিটি স্টেশনে এ অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-