চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল আলম (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ২টার দিকে বাড়ির পাশে পুকুরের মাছ ধরার জন্য মোটর দিয়ে পানি নিস্কাশন করতে গিয়ে এঘটনা ঘটে।
তৌহিদুল আলম চকরিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের বাসিন্দা হালকাকারা সওদাগর পাড়ার মৃত নুরুল কবিরের পুত্র।
স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, এদিন বিকাল ২টার দিকে বাড়ির পাশে পুকুরে মাছ ধরার জন্য মোটর দিয়ে পানি নিস্কাশন করছিলেন। ওইসময় মোটরের শর্টসার্কিট থেকে তৌহিদ বিদ্যুৎস্পৃষ্ট হলে মারাত্মকভাবে হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে সেখানে মারা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-