চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় টাকা পাওনাকে কেন্দ্র করে কোদালের আঘাতে মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ওই এলাকার আবদুল কাদেরের ছেলে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক রুহুল আমিনকে পাকড়াও করে পুলিশে খবর দেয়।
জানা যায়, টাকা পাওনাকে কেন্দ্র করে মোহাম্মদ এর স্ত্রী ও স্থানীয় ৮নম্বর ওয়ার্ডের কিছু নারীর সাথে কথা কাটাকাটি হয়। এসময় একই এলাকার ওবায়দুল হাকিমের ছেলে রুহুল আমিন অতর্কিত এসে ঘুষি ও কোদাল দিয়ে মাথায় আঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়ে স্ত্রীর পাশে থাকা মোহাম্মদ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় মোহাম্মদ।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পরপরই স্থানীয় জনতা রুহুল আমিনকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-