উখিয়া-টেকনাফ সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :

মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ পয়েন্ট পরিদ্শন করলেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত উখিয়া-টেকনাফ উপজেলার হোয়াইক্যং, পালংখালী ও তুমব্রু সীমান্ত এলাকাসহ বেশ কয়েকটি পয়েন্ট পরিদর্শন করেন তিনি।

এবিষয়টি সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মো.মুহিউদ্দিন আহামেদ (বিজিবিএমএস) বলেন,
সীমান্ত সু-রক্ষায় নিয়মিত অপারেশনাল,প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন পাশাপাশি গত শুক্রবার থেকে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার বাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষ কেন্দ্র করে ১৩ টি মর্টার শেল ও ২ রাউন্ড গুলি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি তাৎক্ষণিক বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠায়।

সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি সৈনিকদের কঠোর নির্দেশনা দিয়েছেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধসহ করাসহ যে কোন পরিস্থিতি মোকাবেলায় সৈনিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহবানও জানান বিজিবি মহাপরিচালক।

সীমান্ত এলাকা গুলো পরিদর্শন করার সময় উখিয়া উপজেলা সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়কসহ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর