কক্সবাজার জার্নাল প্রতিবেদক :
রামু সেনানিবাস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৭ জানুয়ারি।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে ১২৫ জন গলফার অংশগ্রহণ করেন। যেখানে ৯৫ জন পুরুষ গলফার এবং ৩০ জন নারী গলফার অংশগ্রহণ করেন।
শনিবার (২৭ জানুয়ারি) প্রতিযোগিতা শেষে একটি বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডা. হাসান তাহের ইমামসহ কক্সবাজার অঞ্চলের সকল পর্যায়ের সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-