টেকনাফ প্রতিনিধি :
সেন্টমার্টিন দ্বীপে রেজাউর রহমান খান (৪৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত রেজাউর রহমান খান টাঙ্গাইল সদরের মৃত মতিউর রহমানের খানের ছেলে।
জানা যায়, মৃত ব্যক্তি টাঙ্গাইল সদরের ৪০ জন বন্ধুবান্ধব মিলে সেন্টমার্টিনে ঘুরতে আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে এসে হোটেল সি প্রবালে উঠেন। বিকালে অসুস্থবোধ করলে তাকে সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. নাঈমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। রাত হওয়ায় এবং সাগর উত্তাল থাকায় লাশ এখনো টেকনাফের উদ্দেশ্যে নেওয়া হয়নি। সব ঠিকঠাক থাকলে সকালে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হবে বলে জানান সহপাঠিরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-