কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে মসজিদে প্রবেশের মুখে গ্লাস ভেঙে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হলেন মুনসেফ আলী৷ তিনি রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকিরমুরা এলাকার আহমেদ আলীর ছেলে।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময়
তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করতে গিয়ে মুনসেফ আলীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মাগরিবের নামাজে দেরি হওয়ায় তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করার সময় দরজার থাই গ্লাসের সাথে মুনসেফের ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙ্গে তার শরীরে কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে মুসল্লীরা উদ্ধার করে প্রথমে রামুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যায় । অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসাপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত মুনসেফ আলী একজন কোরআনের হাফেজ ছিলেন এবং সে দীর্ঘ বছর ধরে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী টিম লিডার হিসেবে কাজ করে আসছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-