সংবাদ বিজ্ঞপ্তি :
সাংবাদিক সংসদ এর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজার শহীদ স্বরণীস্থ সাংবাদিক সংসদ এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে সংগঠনের অগ্রগতি জন্য নতুন সদস্য অন্তর্ভুক্তি, নতুন কার্যকরী কমিটি গঠন, যুগপূর্তি উৎসব পালনের সিদ্ধান্ত নেয়া হয়। যুগপূর্তি অনুষ্ঠান পালন করা হবে ২৪ ফেব্রুয়ারী।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সাংবাদিক সংসদের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি আমান উল্লাহ আমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালকে সিকদার, সহ অর্থ সম্পাদক এম এ সাত্তার, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, সদস্য জিকির উল্লাহ জিকু, আশরাফ বিন ইউছুপ, নুর মোহাম্মদ সিকদার, আব্দুল্লাহ আল আজিজ, শাহেদ হোসাইন মুবিন, আবদুর রশিদ মানিক, সাজন বড়ুয়া সাজু, ইমরান আল মাহমুদ, তাহসিন হাসান, সরওয়ার সাকিব, আলমগীর প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-