প্রাইভেটকার করে একলাখ ইয়াবা নিয়ে যাচ্ছিলো ৩ রোহিঙ্গা : র‍্যাবের জালে ধরা!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :

র‍্যাব-১৫ সদস্যরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কে তল্লাশী অভিযান পরিচালনা করে ইয়াবা বোঝাই একটি প্রাইভেট কারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (২৪ জানুয়ারী) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউপির জাদীমুড়া নামক এলাকার মহাসড়কে এই অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১৫ টেকনাফ শাখায় কর্মরত সদস্যরা।

উক্ত অভিযানে দুই রোহিঙ্গাসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়। পাশাপাশি চট্রমেট্রো-গ ১২-৩৬২৭ নং এর সাদা বর্ণের একটি প্রাইভেট কার তল্লাশী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবাও উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাবের অভিযানিক দল।

আটক তিন ব্যক্তি হলেন- টেকনাফ সদর ইউপি ডেইল পাড়ার বাসিন্দা মো: ইসলামের পুত্র মো: জাহেদ উল্লাহ (৩৮), হ্নীলা ইউপি মোছনী রোহিঙ্গা ক্যাম্পের বসবাসকারী নাজির আহাম্মদের পুত্র মোহাম্মদ ইছহাক(২০), উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মৃত অলি আহাম্মদের পুত্র মোহাম্মদ নুর(২৮)।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।

জব্দকৃত ইয়াবা,প্রাইভেট কার এবং আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আরও খবর