আদালত প্রতিবেদক :
পদ্মা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও এমডি সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৩৬৪জন পলিসি গ্রাহক।
২৪ জানুয়ারী (বুধবার) সকাল ১১টায় রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার ছৈয়দ নুরের ছেলে আলীম উদ্দিন বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। যার মামলা নং, সিআর ৪৮/২০২৪ইং।
মামলার আসামিরা হলেন, পদ্মা লাইফ ইনসিওরেন্সের চেয়ারম্যান ফখরুল ইসলাম, এমডি নুর মোহাম্মদ ভূইয়া, ভাইস চেয়ারম্যান একেএম শরিয়ত উল্লাহ, এডিএমডি মোর্শেদ আলম, ডিএমডি আবদুল জলিল, পরিচালক (উন্নয়ন) সরওয়ার আলম,এএমডি নাছির উদ্দীন।
আদালত সূত্রে জানা গেছে, ২৬ পৃষ্ঠার ফৌজদারি দরখাস্তে আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ৪০৯/৪২০/৫০৬/৩৪ ধারায় বাদী সহ ৩৬৪ জন সাক্ষী/বীমা গ্রাহকের মেয়াদ উত্তীর্ণের বাবদ ২,৮৭,৫৬,৮১২ ( দুই কোটি সাতাশি লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত বার) টাকা আত্মসাৎ করার অভিযোগ আনেন। বাদী ও সাক্ষী/৩৬৩ জন বীমা গ্রাহক বলেন আসামির তাদের সাথে প্রতারণা ও বিশ্বাস জন্মিয়ে দ্বিগুণ লভ্যাংশের আশা দিয়ে ১০/১২ বছর মেয়াদী পলিসি সংগ্রহ করে, পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণের টাকা ফেরত না দিয়ে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন ।
বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট, উখিয়া, কক্সবাজার আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গা ভুক্তভোগীদের অভিযোগটি আমলে নিয়ে পিবিআই পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
আদালত বাদী সহ কয়েকজন ভুক্তভোগীর কাছে আসামীগন কর্তৃক প্রতারণার বিষয়টি মন দিয়ে শুনেছেন। এ সময় ভুক্তভোগী শতশত বীমা গ্রাহক আদালতের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-