আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক রোহিঙ্গা।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কুতুপালং মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গার এ/১৫ ব্লক এলাকায় ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবক হলেন, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকের বাসিন্দা আবদুল নবীর ছেলে নুর মোহাম্মদ (২৭)। এছাড়া একই ক্যাম্পের ডি/৪৮ ব্লকের আবদুল হকের ছেলে জাবুল হক (২৭) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরের আইওএম হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক ও পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আশ্রয়শিবিরের অভ্যন্তরে শৌচাগার সংস্কার কাজ করার জন্য দুপুরের দিকে তারা সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এ সময় শৌচাগারের ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ আইওএম হাসপাতালে ভর্তি করা করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন এবং জাবুল হককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নুর মুহাম্মদের মৃত্যুর ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় সিআইসির নির্দেশে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-