চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ উখিয়া থানার এসআই কাউসার হামিদ

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

এবার চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর (এসআই) এর সম্মাননা ক্রেস্ট পেয়েছেন উখিয়া থানার এস আই (নিরস্ত্র) কাউসার হামিদ।

শনিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

স্বল্প সময়ে বেশ কিছু গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ২টি ওয়ান শুটার গান এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার, মাদক, সন্ত্রাস দমন, মামলা নিষ্পত্তিসহ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদান রাখায় তাকে চট্টগ্রাম বিভাগের সেরা সাব ইন্সপেক্টর নির্বাচিত করা হয়।

জানা যায়, এসআই কাউসার হামিদ কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভুশ্চি গ্রামের মুমিনুল ইসলামের ছেলে। তিনি ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ২০২২ সালের জানুয়ারি মাসে উখিয়া থানায় যোগদান করেন। তরুণ এই পুলিশ কর্মকর্তা বিগত সময়ে সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালনকালে বেশ কয়েকবার আহত হয়েছেন।

এ বিষয়ে এসআই কাউসার হামিদ মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), কক্সবাজার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), উখিয়া থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তাসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যমে আরও ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এদিকে উখিয়া থানার চৌকস পুলিশ অফিসার (এসআই) কাউসার হামিদ দ্বিতীয় বারের মতন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসআই হিসেবে পদক পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আরও খবর