বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারহানা আফরিন শিফা নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদুল আমিন তানিব নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার জাহাজপুরা নামক এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত ফারহানা আফরিন শিফা কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আহত যুবক শহিদুল আমিন তানিব কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বলেন, ‘মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল তাঁরা। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন ওই তরুণী। পরে আহত অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থায় অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’
এরআগে গত ১৭ ডিসেম্বর রাতে মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাকের হোসাইন জাহেদ নামের এক যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় গুরতর আহত হন ফরহাদ ইমু নামের এক যুবক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-