ডেস্ক রিপোর্ট :
মুন্সীগঞ্জে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত ৫ রোহিঙ্গাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তাদের জেলা আদালতে হাজির করা হলে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, সালামত উল্লাহ, মো. আইয়াজ, জেসমিন নুর, আয়শা ও রোজিনা। তারা সবাই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর অস্থায়ী বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. রফিক বলেন, রোহিঙ্গাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-