ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি :

হাটহাজারীতে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শীল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিম্পা রানী শীল (২৫) এক সন্তানের জননী। তিনি শীল বাড়ির সুমন শীলের স্ত্রী।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে দীর্ঘক্ষণ রিম্পার সাড়া শব্দ না দেখে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরে তাদের শোর চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন এসে রুমের দরজা ভেঙে তাকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে নিহতের পরিবারের দাবি তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপ–পরিদর্শক ফরিদ আহম্মেদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ ঘটনার আসল রহস্য জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর