রোহিঙ্গা মাদক কারবারির বসতঘরে মিললো ৫৮ হাজার ইয়াবা!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

১৬ জানুয়ারি (মঙ্গলবার) উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৮/ই-এ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি ওই ব্লকের মৃত লালুর ছেলে আবদুল আমিন (৩০)।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং-৮/ই-এ, তে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারীকে ধৃত করে র‍্যাব।

এসময় অপর এক মাদক কারবারী কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরে ধৃত মাদক কারবারির বসতঘর তল্লাশি করে ৫৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও খবর