টেকনাফে ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :

কক্সবাজার টেকনাফের গহীন পাহাড় থেকে বহু অপকর্মের হোতা এক রোহিঙ্গা ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক হচ্ছে-টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভী পাড়া এলাকার বার্মাইয়া ইউছুপের পুত্র মো: রফিক প্রকাশ ডাকাত রফিক।

১৬ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহীন পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহীন পাহাড়ে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী থানা পুলিশের একটি চৌকষ দল ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে গহীন পাহাড় থেকে রফিক ডাকাত রফিকের গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন,স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত ডাকাত রফিক ও বাহিনী সদস্যরা দীর্ঘদিন ধরে ডাকাত রোহিঙ্গা ক্যাম্পসহ হ্নীলা ইউপির বিভিন্ন এলাকায় মাদকপাচারসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। পাশাপাশি নিজেদের আদিপত্য বিস্তার অব্যাহত রাখার জন্য অন্য ডাকাত গ্রুপের সাথে বিরোধ রয়েছে।

ক্যাম্পে থাকা রোহিঙ্গা ও স্থানীয়রা ধারণা করছে দুই গ্রুপের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় সে মারা গেছে।

মৃতদেহের ময়না তদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। উক্ত হত্যার কান্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতাই নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর