দখলমুক্ত হয়নি উখিয়ার সে-ই জানাযার মাঠ: বদির হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ হাজিরপাড়া এলাকার দীর্ঘদিনের সাধারণ মুসল্লীদের জানাযার মাঠ ও গণশৌচাগার এখনো দখলমুক্ত হয়নি। ফলে দখলদার ও সাধারণ মুসল্লীদের মাঝে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। জানাযার মাঠ দখল নিয়ে চলছে উত্তেজনা।

এলাকাবাসী বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ৬ ডিসেম্বর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার মো.রশিদ, নুরুল আমিন, হারুন রশিদ, মো. রফিক উদ্দিন সহ ৯জন দখলদার হাজিরপাড়ায় গিয়ে জানাযার মাঠ ও গণশৌচাগার দখল করে স্থাপনা নির্মাণ করে। দীর্ঘদিন যাবত এলাকার মানুষের জানাযার নামাজ আদায় করার মাঠ দখল নিয়ে ক্ষুব্ধ সাধারণ মুসল্লীরা।

এলাকাবাসী জানায়, আমাদের পূর্বপুরুষদের থেকে ব্যবহার করা জানাযার মাঠে কেউ মারা গেলে জানাযার নামাজ আদায় করা হয়। এলাকার একমাত্র জানাযার মাঠ হঠাৎ রাতের আঁধারে দখলে নেয় পশ্চিম চৌধুরী পাড়ার কিছু উগ্র ধরনের কিছু লোকজন। যা খুবই নিন্দনীয় কাজ। প্রশাসনের নিকট এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।

তারা বলেন, আমাদের এলাকার কোনো বাসিন্দা মারা গেলে আমরা যেখানে জানাযার নামাজ পড়তাম আজ তা দখলে নিয়েছেন তারা। যার কারণে জানাযার নামাজ পড়াতে জায়গা নেই। এছাড়াও ওই জায়গায় এক কোণে মসজিদে আসা মুসল্লী ও ইমামের ব্যবহারের জন্য যে টয়লেটটি ছিলো সেটিও তারা দখলে নিয়েছেন।

এলাকাবাসী আরও বলেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সব নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে মসজিদ ও কবরস্থান এবং জানাযার মাঠ দখলে নিতে তাদের বুক কাঁপেনি। যা খুবই নিন্দনীয়।

মুসল্লীদের কয়েকজন জানায়, জানাযার মাঠ দখল নিয়ে আমরা বার বার প্রতিবাদ জানানোর পরেও কোনো প্রতিকার বা সুরাহা মিলছেনা। আদালতে মামলা বিচারাধীন থাকার পরে তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন গত মাসে। কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত এখনো পৌঁছেনি। আমরা আমাদের জানাযার মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছি এবং উখিয়া-টেকনাফের সাধারণ মানুষের নয়নের মণি দুইবারের নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী ও সাবেক এমপি আবদুর রহমান বদির হস্তক্ষেপ কামনা করছি।

আরও খবর