কক্সবাজার জার্নাল প্রতিবেদক :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
সোমবার (১৫ জানুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটের দিকে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের দিক-নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার ও ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের কমান্ডার অংশু কুমার দেবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৮ নম্বর ক্যাম্পের ৮ ওয়েস্ট এফ ব্লকের এ/৪৬ সাব ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই ব্লকের বাসিন্দা আবু তাহেরের ছেলে আরসার সক্রিয় সদস্য সৈয়দ হোসেন (২৬)কে গ্রেফতার করা হয়।
১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে আরসার সক্রিয় সদস্য সৈয়দ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেলে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-