চকরিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!

চকরিয়া প্রতিনিধি :

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাফিয়া আক্তার (৩০) কে গ্রেফতার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল।

বুধবার (১০ জানুয়ারি) চকরিয়ার খুটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাফিয়া আক্তার ওই গ্রামের দরগাপাড়া এলাকার মৃত সামশুল আলমের মেয়ে।

একইদিন রাতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জানুয়ারি) চকরিয়ার খুটাখালী এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. মহসীন চৌধুরীর সঙ্গীয় এএসআই রাজীব ধর, নারী কং/লিমা আক্তার, নারী কং/ সাদিয়া আক্তার, কং/ ফোরকান সহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি সাফিয়ার নামে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের একটি মামলা রয়েছে। যার মামলা নং: জিআর -২৯০/২১। ওই মামলায় তাকে যাবজ্জীবনের সাজা দেন আদালত।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা দায়েরের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর