আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহের মাথায় আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (৭ জানুয়ারি ) রাত একটার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের সাব ব্লক এ/৮ এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫/২০ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
তিনি বলেন, ‘আগুনে এ পর্যন্ত ১৫-২০ ঘর পুড়েছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আগুন কীভাবে ছড়াল খোঁজ নিচ্ছি আমরা। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছে।’ বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, গেলো বছরের ৩১ ডিসেম্বর একিভাবে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০-৫০ টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশতাধিক ঘর।
এর আগে চলতি বছর ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় দুই হাজার ২০০ ঘর। ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।
এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে এক সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত ও ৫ শতাধিক আহত হন। পুড়ে গেছিল ৯ হাজারের বেশি ঘর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-