মাহবুব নেওয়াজ মুন্না :
টেকনাফ সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। কলেজটি সরকারিকরণ করা হয় ২০১৮ সালে। কলেজটিতে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় বিষয়ে স্নাতক (পাস) চালু আছে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কলেজটিতে এখনো স্নাতক (সম্মান) কোর্স চালু হয়নি। যার কারণে অনিচ্ছাসত্ত্বেও ৬০ কিলোমিটার পাড়ি দিয়ে সুদূর উখিয়া কলেজে গিয়ে টেকনাফের শিক্ষার্থীদেরকে অনার্সে ভর্তি হয়।
একি সংসদীয় এলাকা উখিয়ার কলেজটিতে ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান এই ৭টি বিষয়ে অনার্স চালু আছে। তাই টেকনাফ শিক্ষার হার উখিয়ার চেয়ে কম থাকে সবসময়।
সুসংবাদ হচ্ছে,সাম্প্রতিক সময়ে টেকনাফ সরকারি কলেজকে নন-ক্যাডার মর্যাদাসহ আত্তীকরণ করা হয়েছে,যা খুশির খবর। সুতরাং এখন দরকার শিক্ষা মন্ত্রণালয়,জাতীয় বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানে যথাসম্ভব অতিদ্রুত তদবির চালানো।
পরিশেষে, টেকনাফ সরকারি কলেজে অনার্স কোর্স চালুকরণ হোক এবারের সংসদ সদস্য প্রার্থীদের প্রথম প্রতিশ্রুতি।
লেখক: উন্নয়ন সংস্থা শেড’র আইএনআই প্রকল্পে কর্মরত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-