কক্সবাজার প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতাকারীদের কাছে অস্ত্র সরবরাহকারী শাহাদাত হোসেন দোয়েল প্রকাশ দোয়েল্যা (৪৪) নামের একজনকে কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (৫ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া পৌরসভাস্থ মাষ্টারপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহাদাত হোসেন দোয়েল প্রকাশ দোয়েল্যা কক্সবাজার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকার ফজলুল হকের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভাস্থ মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে শাহাদাত হোসেন দোয়েল প্রকাশ দোয়েল্যাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি ওয়ানশুটার গান, একটি এলজি, একটি ধারালো চাকু এবং পাঁটি সিগন্যাল বাতি উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোয়েল জানায় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতাকারীরা তার মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে। অস্ত্রের চাহিদা পাওয়ার পর সে বিভিন্ন অস্ত্রের কারিগরদের নিকট থেকে অস্ত্র সংগ্রহ করতো এবং তার নিজের দু’জন কারিগর রয়েছে তাদের মাধ্যমে অস্ত্র তৈরি করে নাশকতাকারীদেরকে ১৫ থেকে ২০ হাজার টাকা অর্থের বিনিময়ে এই অস্ত্রগুলো সরবরাহ করত। এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র নাশকতাকারীদের কাছে সরবরাহ করেছে বলে স্বীকার করে।
র্যাবের এই সিনিয়র পরিচালক জানান, গ্রেফতার দোয়েল একজন আত্মসমর্পণ করা জলদস্যু ও চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার পৈত্রিক বাড়ি কক্সবাজারের মহেশখালীর কালামারছড়া হলেও বিগত কয়েক বছর ধরে তিনি চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া এলাকায় বসবাস করে আসছিল। দোয়েল মূলত এলাকার রাজনৈতিক হত্যাকাণ্ডের ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন। এছাড়াও বিরোধী প্রার্থীদের সমর্থকদেরও ভীতি প্রদর্শন, হুমকি, অপহরণ, গুমসহ তাদের বসতঘরে অগ্নিসংযোগ এবং ক্ষেত্র বিশেষ হত্যাকাণ্ড সংঘটিত করতো। তার বিরুদ্ধে হত্যা, খুন, অপহরণসহ বিভিন্ন অপরাধে মহেশখালী ও চকরিয়া থানায় ১০টির অধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে র্যাব-১৫ অভিযান চালিয়ে ১১ জন নাশকতাকারীকে গ্রেফতারসহ দুটি বিদেশি পিস্তল, ১৬টি এলজি, আটটি এসবিবিএল, চারটি ওয়ান শুটারগান, ২৮টি ককটেল, ৬ দশমিক ৯ কেজি বিস্ফোরক ও দেড় কেজি মারকারি (পারদ) উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-