প্রেস বিজ্ঞপ্তি :
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উখিয়া উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহিম, টেকনাফ পৌর বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম, টেকনাফ বাহারছড়া ইউনিয়ন (উত্তর) বিএনপি’র সভাপতি আব্দুল হক, হ্নীলা ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সদস্য আমির হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
২ জানুয়ারি মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না দলের এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-