বিশেষ প্রতিবেদক :
- # পুরুষ ৮৭৩৪৮০, মহিলা ৭৭৭৪৭৮, হিজড়া ২
৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য্ কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। হিজড়া ভোটার রয়েছে জেলার মধ্যে টেকনাফে মাত্র ২ জন। ৪ টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৫৫৬ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে স্থায়ী ৩ হাজার ৫০৭ টি। পুরো জেলায় অস্থায়ী বুথ রয়েছে ১৬ টি। ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন মোট ২৬ জন।
কক্সবাজারের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র মতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৬ হাজার ২৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৪৮৮ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৭৬৪ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৮ টি। মোট বুথ সংখ্যা এক হাজার ৪৩ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৫০৪ টি। মহিলা বুথ ৫৩৯ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৭জন।
কক্সবাজার-১ আসনে চকরিয়া উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৫৩ হাজার ২৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৮৮ হাজার ৩৭৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ৮৭৮ জন। জেলার ৯ টি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে চকরিয়া উপজেলায়। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৪ টি।
কক্সবাজার-১ আসনে পেকুয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৩ হাজার জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭২ হাজার ১১৪ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ৮৮৬ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৪ টি।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ২৫৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮৭৩ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৮ টি। মোট বুথ সংখ্যা ৭৪০ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৩৪৯ টি। মহিলা বুথ ৩৯১ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।
কক্সবাজার-২ আসনে মহেশখালী উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬০৪ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ৭৫৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৮৪৬ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮১ টি।
কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় মোট ভোটার ৯৫ হাজার ৫২৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৫০ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ৪৫ হাজার ২৭ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৭ টি।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৫৯৭ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩ জন। জেলার ৪ টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে এ আসনে। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬ টি। মোট বুথ সংখ্যা ১ হাজার ৩০ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৫৩১ টি। মহিলা বুথ ৩৯৯ টি। অস্থায়ী বুথ ১৬ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।
কক্সবাজার-৩ আসনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ১২২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৩২ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৯০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭৬ টি।
কক্সবাজার-৩ আসনের মধ্যে রামু উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৪ হাজার ৭৫১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯৭ হাজার ৫৭১ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ১৮০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৪ টি।
কক্সবাজার-৩ আসনের মধ্যে, ঈদগাঁহ উপজেলায় মোট ভোটার ৮৭ হাজার ৭৩৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৪৭ হাজার ৪৯৪ জন এবং মহিলা ভোটার ৪০ হাজার ২৪৩ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৬ টি। জেলার ৯ টি উপজেলার মধ্যে সর্বনিন্ম সংখ্যক ভোটার রয়েছে ঈদগাঁহ উপজেলায়।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ভোটার ৩ লক্ষ ২৬ হাজার ৯৭১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ১৪১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৮২৮ জন। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে এ আসনে ভোটার রয়েছে সর্বনিন্ম। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৪ টি। মোট বুথ সংখ্যা ৬৯৪ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৩৪৯ টি। মহিলা বুথ ৩৪৯ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৭ জন।
কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৭ হাজার ৪৭ জন এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৪৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৭টি।
কক্সবাজার-৪ আসনে টেকনাফ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৬৫৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। হিজড়া ভোটার ২ জন। জেলার টেকনাফ ছাড়া আর কোথাও হিজড়া ভোটার নাই। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫৭ টি।
কোন আসনে কতজন প্রার্থী :
কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) :
এ আসনে প্রার্থী ৭ জন। ওয়াকার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম : প্রতীক-হাতুড়ি, স্বতন্ত্র কমর উদ্দিন : প্রতীক-কলার ছড়ি, স্বতন্ত্র জাফর আলম : প্রতীক-ট্রাক, স্বতন্ত্র তানভির আহমেদ সিদ্দিকী তুহিন : প্রতীক-ঈগল, ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন : প্রতীক-মোমবাতি , কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম : প্রতীক-হাতঘড়ি এবং জাতীয় পার্টির হোসনে আরা : প্রতীক-লাঙ্গল।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) :
এ আসনে প্রার্থী ৬ জন।আওয়ামীলীগের আশেক উল্লাহ রফিক : প্রতীক-নৌকা, এনপিপি’র মাহাবুবুল আলম : প্রতীক-আম, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ খাইরুল আমিন : প্রতীক-একতারা, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ জিয়াউর রহমান : প্রতীক-চেয়ার, বিএনএম এর মোহাম্মদ শরীফ বাদশা : প্রতীক-নোঙ্গর এবং ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস : প্রতীক-মিনার।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) :
এ আসনে প্রার্থী ৬ জন। কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন : প্রতীক-হাতঘড়ি, বাংলাদেশ ন্যাশালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহীম : প্রতীক-টেলিভিশন, জাতীয় পার্টির মোহাম্মদ তারেক : প্রতীক-লাঙ্গল, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলু : প্রতীক-কুঁড়েঘর, আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল : প্রতীক-নৌকা এবং স্বতন্ত্র ব্যারিস্টার মিজান সাঈদ : প্রতীক-ঈগল।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) :
এ আসনে প্রার্থী ৭ জন। জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভূট্টো : প্রতীক-লাঙ্গল, এনপিপি’র ফরিদ আলম : প্রতীক-আম, তৃনমূল বিএনপি’র মুজিবুল হক মুজিব : প্রতীক-সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী : প্রতীক-মিনার, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল : প্রতীক-ডাব, আওয়ামী লীগের শাহীন আক্তার : প্রতীক-নৌকা এবং স্বতন্ত্র মোঃ নুরুল বশর : প্রতীক-ঈগল।
আগামী রোববার ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের নামের আদ্যক্ষরের ক্রম অনুযায়ী নাম ও প্রতীক দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-