নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-কক্সবাজার রুটে ‘পর্যটক এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন আগামী ১০ই জানুয়ারি চলাচল শুরু করবে।
বিরতিহীন এই ট্রেন শুধু ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে।
মঙ্গলবার রেলওয়ের পূর্বাঞ্চল থেকে নতুন এই ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চল থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের আসন ও সময়সূচি চূড়ান্ত করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ‘পর্যটক এক্সপ্রেস’ রাজধানীর কমলাপুর স্টেশন ছাড়বে সকাল সোয়া ছয়টায়।
এই ট্রেন চট্টগ্রামে পৌঁছাবে বেলা ১১টা ২০ মিনিটে। এই স্টেশনে ২০ মিনিট যাত্রা বিরতি দেওয়া হবে।
এরপর কক্সবাজারে পৌঁছাবে বেলা তিনটায়। আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে রাত আটটায়। চট্টগ্রাম স্টেশনে আসবে রাত ১০টা ৫০ মিনিটে। আর ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে চারটায়।
রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী জানিয়েছেন, এই ট্রেনে ৭৮৫টি আসন রয়েছে।
এর মধ্যে ১১৫টি আসন চট্টগ্রাম স্টেশনের জন্য বরাদ্দ। ভবিষ্যতে চট্টগ্রাম থেকে আসনসংখ্যা আরও বাড়ানো হতে পারে। এই ট্রেন চলাচল প্রতি সপ্তাহে রোববার বন্ধ থাকবে।
রেলওয়ে সূত্র জানায়, নতুন এই ট্রেনের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। দক্ষিণ কোরিয়া থেকে সদ্য আমদানি করা কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে।
ঢাকা-কক্সবাজার পথে গত ১ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা-কক্সবাজার পথে এখন এক জোড়া ট্রেন চলাচল করে। টিকিটের ব্যাপক চাহিদার কারণে টিকিট কালোবাজারি হয় বলেও অভিযোগ উঠেছে।
নতুন ট্রেনের ভাড়া নির্ধারিত হয়েছে আগের ট্রেনের সমান। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার।
এই পথে আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারের ভাড়া ৯৬১ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ১৫০ টাকা এবং ঘুমিয়ে যাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে ভাড়া দিতে হয় ১ হাজার ৭২৫ টাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-