আপনার একটু সহযোগিতায় বেঁচে যাবে একটি জীবন: আসুন মানবতার হাত বাড়িয়ে দেই

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মৃত ছগির আহমদের পুত্র নম্র, ভদ্র, নামাজী মুঃ ইসমাঈলের (৩২)। এলাকায় অন্যান্যদের চেয়ে সে একটু আলাদা স্বভাবের। আজানের শব্দ শুনলেই ছুটে যায় মসজিদে। কিন্তু গেল দু’বছর আগে ফসলের পোকা নিধঁনের কীটনাশক ছিড়ানোর কালে ইনফেকশন হয় তার শরীরে । যা ধীরে ধীরে গুরুতর ব্যাধিতে রূপ নেয়।

পরবর্তীতে সুস্থতার জন্য কক্সবাজার, চট্টগ্রাম, রাজধানী ঢাকার নামকরা চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন ট্রিটমেন্টের পর তার অনেক টাকা খরচ হয়ে যায় এবং একটি অপারেশনে সাইড এফেক্ট বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভারতে নেওয়া প্রয়োজন । কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষ থেকে বহন করা সম্ভব না।

বাকরুদ্ধ, জলমগ্ন চোখ নিয়ে ঈসমাইল থাকিয়ে আছে নিকটাত্মীয়, প্রতিবেশী, আপনার, আমার দিকে একটু সহানুভূতি ও দোয়ার আশায়।

তাই সমাজের সবার কাছে ঈসমাইল ও তার পরিবারের জন্য সহযোগিতার প্রয়োজন। আর যদি সহযোগিতা পাওয়া যায় একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি ও তার পরিবার আলোর পথ দেখবে। সাথে অনিশ্চয়তা কাটবে তার অবুঝ দুই কন্যার।

বর্তমান সময় সবাই কোনো না কোন ভাবে বিপর্যস্ত, তারপরেও আমাদের পৃথিবীতে বাঁচতে হবে একজন আরেকজনের সহযোগিতা নিয়েই ! যদি একজনের উপকারে অন্যজন হাত বাড়িয়ে এগিয়ে আসেন, মহান আল্লাহতালা আপনাদের হাতকে আরও প্রসারিত করে দিবেন ।

ঈসমাইলের জন্য দোয়া এবং চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ। সেক্ষেত্রে যারা সহযোগিতা করতে আগ্রহী তারা তার পরিবারের সাথে যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন।

যোগাযোগের নাম্বার :
01821740713/ 01865827444

আরও খবর