পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা অছিউর রহমানের মৃত্যুতে শোক সভা

প্রেস বিজ্ঞপ্তি :

উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়েরয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা মরহুম অছিউর রহমান এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমেদ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ ও হেলাল উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র শিক্ষক মোঃ নুর হোসাইন, রফিক মাহমুদ ও মনসুর আলম । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে খাইরুল বাশর খুরশিদা বেগম, কায়সার উদ্দিন ও কবির আহমদ সহ অন্যান্যরা।

স্বরণ সভায় বক্তারা বলেন সিনিয়র শিক্ষক মরহুম মাওলানা অছিউর রহমান একজন আদর্শ মানুষ গড়ার কারিগর ছিলেন । বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা ও মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে বেশ কঠোর ছিলেন । দ্বীনি শিক্ষায় তার অক্লান্ত পরিশ্রম সকল শিক্ষার্থীদের মাঝে অনুকরণ হয়ে থাকবে ।

পরে মরহুম মাওলানা অছিউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মনসুর আলম । বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।

আরও খবর