ভোট না দিলেও কেন্দ্রে আসতে বললেন সাকিব

কক্সবাজার জার্নাল ডেস্ক:
মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেছেন, আমাকে ভোট না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন এটাই আমার চাওয়া। কারণ আমি শুনেছি এই কলেজ পাড়ায় ঢাকার গুলশান বনানীর মতো এলিট শ্রেণির মানুষের বসবাস। আপনারা নাকি ভোট দিতে যান না। সেজন্য আপনাদের কাছে আমার দাবি আপনারা আগামী ৭ তারিখে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভোট দিয়ে আসবেন। সেটা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন।

শনিবার (৩০ ডিসেম্বর) মাগুরা শহরের কলেজ পাড়ায় উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এর আগে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেন সাকিব আল হাসান। বিকেলে মাগুরার মঘি ইউনিয়নবাসী সাকিবকে নিয়ে নির্বাচনী সভা করেছেন।

আরও খবর