মো. কামাল উদ্দিন, চকরিয়া: :
কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাস ও লেগুনার সাথে সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত ও অন্তত ৫জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সকাল ৭ টার দিকে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া-চকরিয়ার সীমান্তবর্তী উত্তর হারবাং কলাতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোস্তাক আহমদের পুত্র রিদোয়ান(৪২)একই এলাকার পূর্ব বৃন্দাবনখীলের বাসিন্দা রশিদ আহমদের পুত্র বক্কর(৩৮)বত্তাতলী এলাকার মোজাফফরের পুত্র মহি উদ্দীন(৩৬) ও সামাজিক পাড়ার বাসিন্দা বাদশার পুত্র জয়নাল(৩৯)। নিহতরা সবাই হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং নির্মান শ্রমিক বলে জানা গেছে।
এদিকে, এ সড়ক দূর্ঘটনার কারণে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।পরে চিরিঙ্গা হাইওয়ে থানা ও চকরিয়া ফায়ার সার্ভিসের টীম এসে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী জাকির ট্রাভেলস নামক একটি পিকনিক বাস বেপরোয়া গতিতে এসে লোহাগাড়াগামী একটি লেগুনা গাড়ীর সাথে সংঘর্ষ হলে ঘটনাস্হলে ৪জন নিহত হয়। আহতদের স্হানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ভূইয়া সাংবাদিকদেরকে বলেন,দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-