বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গরু চুরির ঘটনায় ছলিমা খাতুন (৬০) এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুরুন্যাকাটা এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত ছলিমা খাতুন (৬০) দৌছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুরুন্যাকাটা গ্রামের নজির আহাম্মদের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আব্দুল মান্নান।
জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে এক যুবক অসহায় নারী ছলিমা খাতুনের পালিত গরু চুরি করে নিয়ে যায়। পরে রামু থানার কচ্ছপি ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার জয়নাল আবেদীনকে বিক্রি করতে গেলে গরুটি সনাক্ত করে যুবকসহ আটক করে। এদিকে এলাকায় গরু চুরির ঘটনাটি জানাজানি হলে গরুর মালিক ছলিমা খাতুনকে খুজতে গিয়ে তার ঘরে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে নাইক্ষ্যংছড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পর হত্যায় জড়িত সন্দেহে অভিযোগে ওই যুকককে আটক করেছে পুলিশ। তবে তাকে গলা টিপে শ্বাসরুদ্ধকর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু, আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অসহায় মহিলা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সন্দেহে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-