কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকার মা-বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মৃত রহমত আলীর ছেলে আকাশ আলম এবং উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের মোস্তাক আহম্মদের ছেলে আব্দুল মোনাফ।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এ সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঐ এলাকায় মাদকের বড় চালান নিয়ে অবস্থান করছে কতিপয় লোকজন। এমন খবরে অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-