কক্সবাজার জার্নাল রিপোর্ট :
উখিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও আট বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি সহ দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে বিশেষ সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) রাসেল এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র-গুলি, মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই অরূপ তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পালংখালীর মোছারখোলা ও মধুরছড়া গহীন জঙ্গলে সাঁড়াশি অভিযানে মৃত নাজির হোসেনের ছেলে শাহ আলম (৩৮) কে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও একটি দেশীয় তৈরী এলজি এবং আরেক সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সিদ্দিকী আহমদের ছেলে মো.ইব্রাহীম প্রকাশ কালু(৩২) কে আটক করে।
উল্লেখ্য যে,মো. ইব্রাহীম প্রকাশ কালু জিআর-৩৭২/১৪ নং মামলায় (আট) বৎসর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা পরোয়ানা ভুক্ত এবং শাহ আলম জিআর-২৪১/১৬ নং মামলার পরোয়ানা ভুক্ত আসামী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-