কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় “হামুনে” ক্ষতিগ্রস্ত ৪৬০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

বার্তা পরিবেশক :

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় ‘হামুন’ এর আঘাতে ক্ষতিগ্রস্ত ৪৬০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও এনএফআই বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে এসব সহায়তা বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ছয় হাজার টাকা, একটি সোলার লাইট, একটি জেরিকেন ও একটি করে স্লিপিং ম্যাট বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, আইএফআরসি’র প্রতিনিধি জিয়াউল হক হিমেল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরআর অফিসার আবদুস সামাদ।

এছাড়াও এসময় কুতুবদিয়া উপজেলার যুব রেড ক্রিসেন্টের টিম লিডার জামশেদ আলী এবং যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর