নির্বাচনী প্রচারণায় প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশনা

কক্সবাজার জার্নাল ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে প্রার্থীদের প্রচারণায় প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত বিশেষ পরিপত্রে এই তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো/নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত Thermal Lamination film বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার এবং প্রচার কাজে ব্যবহৃতব্য মাইকিংয়ে শব্দের মানমাত্রা ৬০ ডেসিবলের নিচে রাখার নির্দেশনা প্রদান করতে হবে।

আরও খবর