টেকনাফে ১৯ চোরাকারবারী আটক: খাদ্যসামগ্রী সহ মাদকের বড় চালান উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :

টেকনাফে কোস্টগার্ড সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক ও খাদ্যসামগ্রী চালান উদ্ধার করেছে।
এসময় পাচারে জড়িত থাকার অপরাধে ১৯ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় তারা।

২৫ ডিসেম্বর(সোমবার) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর দায়িত্বরত মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি ২টি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে মাদকের বড় একটি চালান মায়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ পয়েন্ট হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ি সোমবার ভোর রাত ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিনে কর্মরত অভিযানিক দল ছেঁড়া দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালিন সময়ের এক পর্যায়ে দ্বীপের কেয়াবনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১ বস্তা মাদক উদ্ধার করা হয়।

পরবর্তীতে বস্তাগুলো তল্লাশী করে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশী মদ, ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়। তবে উদ্ধারকৃত মাদকের চালানটির সাথে জড়িত কোন কারবারীকে আটক করতে পারেনি তারা।

অপরদিকে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে, একই দিন ভোর রাতের দিকে টেকনাফ শাখায় কর্মরত কোস্ট গার্ড সদস্যরা সদর ইউনিয়নের অন্তর্গত লম্বরি ফিশিং ঘাট এলাকা হতে বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী ও তৈল, অকটেন,শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের প্রক্রিয়া গ্রহন করার সময় বেশ কয়েকটি ফিশিং ট্রলারে তল্লাশী অভিযান পরিচালনা করে,

উক্ত অভিযানে ১৫ বস্তা শুকনা মরিচ, ৪০বস্তা পেঁয়াজ, ১বস্তা তামাক পাতা,৩বস্তা টেস্টিং সল্ট, ১৮২১ লিটার অকটেন, ৩৭৫২ লিটার সয়াবিন তৈল,১৩৬ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এসময় পাচার কাজে জড়িত ১৯ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত খাদ্যসামগ্রী, তৈল টেকনাফ কাস্টমস বরাবরে প্রেরন করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত মাদক আটক ১৯ চোরাকারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।###

আরও খবর