টেকনাফে অসামাজিক কাজে লিপ্ত থাকা ৬ নারী-পুরুষ পুলিশের জালে!

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

কক্সবাজার টেকনাফের হ্নীলাতে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজে লিপ্ত থাকা একটি আবাসিক হোটেলে পুলিশের সাঁড়াশী অভিযান চালিয়ে রোহিঙ্গা নারীসহ ৬ জন গ্রেফতার করেছে পুলিশ।

২৫ ডিসেম্বর (সোমবার) রাতে হ্নীলা বাস ষ্টেশন সংলগ্ন আবাসিক হোটেল ডায়মন্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, গোপন সংবাদে জানতে পারি ডায়মন্ড নামক উক্ত আবাসিক হোটেলের কক্ষ গুলোতে অত্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা যুবকরা রোহিঙ্গা নারীদের সাথে প্রায় সময় অসামাজিক কাজে লিপ্ত হয়।

সে তথ্য অনুযায়ী হোটেলের কক্ষ গুলোতে তল্লাশী অভিযান পরিচালনা করে ৬ নারী-পুরুষকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত তিন পুরুষ হচ্ছে, টেকনাফের হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং এলাকার মো.হাসানের পুত্র আব্দুর রশিদ (২৬), দৈংগাকাটা এলাকার মো.সরোয়ার পুত্র মজিব উল্লাহ (৩৫), হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত আবু জাফরের পুত্র আলী আহমদ (৫৫)।

তিন নারী হচ্ছে, উখিয়া পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আলমের স্ত্রী মাহফুজা (৩০), হ্নীলা জাদিমুরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম (৩০), আলীখালী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম (২২)।

গ্রেফতারকৃত ৬ নারী-পুরুষের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে প্রেরন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও খবর