আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
শিক্ষক সহকর্মী, শিক্ষার্থী, স্বজন, আলেম সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক এবং প্রান্তিক সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর পিতা ও জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক (অবসরপ্রাপ্ত) মাষ্টার কামাল উদ্দিন চৌধুরী।
রোববার (২৪ ডিসেম্বর) বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে একজন আদর্শ মানুষ গড়ার কারিগর, পাশাপাশি সমাজহিতৈষী এক ব্যক্তিকে হারালো, বলে মন্তব্য করেছেন জানাযায় অংশগ্রহণকারীরা।
রোববার বাদ আসর পাইন্যাশিয়া কবরস্থানে পাশে অস্থায়ী জানাযা মাঠে কানায় পূর্ণ হয়ে যায় শোকার্ত মানুষের ঢলে; উপলক্ষ একজন শিক্ষকের জানাযায় অংশগ্রহণ। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি উখিয়া উপজেলার বিভিন্ন বয়েসী ও শ্রেণিপেশার হাজার হাজার পেশার মানুষ জানাযা ও দাফনে অংশ নেন।
জানাযার আগে আলোচনায় অংশ নেন তার স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গুণীজনেরা। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় তিনি কোলন ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, মাষ্টার কামাল উদ্দিন একটানা ৪১ বছর শিক্ষকতা পেশায় ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ি, পেশাজীবি, শ্রমজীবিসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-