গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল:
টেকনাফ থানা পুলিশ সদস্যরা গহীন পাহাড়ে লুকিয়ে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে।
এসময় পুলিশ সদস্যরা ধৃত ব্যাক্তির দেহ ও ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এক নলা বন্দুক,২টি এলজি,৩টি গুলির খোসা,১টি চাকু,১টি রাম দা,২টি লোহার রড উদ্ধার করেছে।
ধৃত ব্যাক্তি হলেন, হ্নীলা ইউপি পশ্চিম পানখালী এলাকার সৈয়দ আলমের পুত্র মো.সোহেল (২৩)।
সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি।
তিনি বলেন,২৪ ডিসেম্বর গভীর রাতের দিকে গোপন সংবাদে জানতে পারি হ্নীলা উলচামারি কোনার পাড়া নামক এলাকার জৈনক আবুল কালামের বাড়ী সংলগ্ন খালের পাশে অস্ত্রধারী ডাকাত দলের একটি গ্রুপ ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রসহ প্রস্তুতি গ্রহন করতেছে।
উক্ত সংবাদের তথ্য তথ্য অনুযায়ী ২৪ ডিসেম্বর (রবিবার) গভীর রাতে পুলিশের একটি চোকষ দল উক্ত এলাকায় অভিযানে যায়। এরপর ডাকাত দলের সদস্যরা অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দিক-বেধিক দোঁড়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের সদস্য সোহেলকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র ও গুলির খোসা।
ওসি আরো জানান, ধৃত ডাকাত সোহেল জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার সাথে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন ডাকাত ছিলো। আনোয়ার হোছেন প্রঃ লেডাইয়া (৩২) নামে ডাকাতের নেতৃত্বে অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে হ্নীলা ইউপিসহ অত্র উপজেলার গহীন পাহাড় সংলগ্ন আশপাশ এলাকায় সংঘবদ্ধ হইয়া অস্ত্রের ভয় দেখাইয়া ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলো।
আটক ও পলাতক ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-