টেকনাফে নৌকার সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনের নৌকা প্রতীকের এক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর আড়াই টায় টেকনাফ উপজেলা পরিষদের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই জরিমানা প্রদান করেন।

মো. এরফানুল হক চৌধুরী জানিয়েছেন, নৌকা প্রতীকের পক্ষে কালু মিয়া নামের এক সমর্থক রঙ্গিন ব্যানার, ব্যানারে অন্যের ছবি ব্যবহার ও সঠিক সাইজের ব্যনার ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যানারটি সরিয়ে নেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জাতীয় সংসদ সির্বাচনের আচরণবিধির ৭ এর ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ উপধারা লংঘন করা করায় এই জরিমানা প্রদান করা হয়।

৭ ধারাটি পোষ্টার, লিফলেট, হ্যান্ডবিল ব্যবহার সংক্রান্ত বিধি নিষেধ। যেখানে ৩ উপ ধারায় বলা হয়েছে, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃতব্য পোস্টার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক ৬০ (ষাট) সেন্টিমিটার × ৪৫ (পঁয়তাল্লিশ) সেন্টিমিটার এবং ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক ৩ (তিন) মিটার × ১ (এক) মিটার হইতে হইবে এবং পোস্টারে বা ব্যানারে প্রার্থী তাহার প্রতীক ও নিজের ছবি ব্যতীত অন্য কোন ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাইতে পারিবেন না।

৪ এ বলা হয়েছে, উপ-বিধি (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রতিদ্বন্দ্ব প্রার্থী কোন নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হইলে সেইক্ষেত্রে তিনি কেবল তাহার বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টারে ছাপাইতে পারিবেন।

৫ এ বলা হয়েছে উপ-বিধি (৩) ও (৪) এ উল্লিখিত ছবি সাধারণ ছবি হইতে হইবে এবং কোন অনুষ্ঠান, মিছিলে নেতৃত্বদান, প্রার্থনারত অবস্থা ইত্যাদি ভঙ্গিমায় ছবি কোন অবস্থাতেই ছাপানো যাইবে না।

৬ এ বলা হয়েছে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃতব্য সাধারণ ছবি এর আয়তন (৬০ (ষাট) সেন্টিমিটার × ৪৫ (পঁয়তাল্লিশ) সেন্টিমিটার” এর অধিক হইতে পারিবে না।

৭ এ বলা হয়েছে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রতীকের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিন মিটারের অধিক হইতে পারিবে না।

৮ এ বলা হয়েছে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা মুদ্রণের তারিখবিহীন কোন পোস্টার লাগাইতে পরিবেন না।

আরও খবর