সংবাদ বিজ্ঞপ্তি :
কোটবাজারে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র আয়োজনে মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কোটবাজার মডেল ফারিয়ার অস্থায়ী কার্যালয়ে সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ফরহাদ আল মামুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিএমএ উখিয়ার সভাপতি রুপন বড়ুয়া, সাধারণ সম্পাদক সিরাজুল হক, র্যাংগস ফার্মার এরিয়া ম্যানেজার নুর হোসাইন নয়ন, কোটবাজার মডেল ফারিয়ার উপদেষ্টা আরিফুল ইসলাম।
এতে বক্তারা বলেন, রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ফারিয়া একটি পেশাজীবী সংগঠন। এটা এমন একটি সংগঠন যেখানে শতভাগ শিক্ষিত ও দক্ষ মানুষ। এ ফারিয়া গঠনের পেছনের অনেক সুখ-দুঃখের গল্প রয়েছে। এখানে শ্রমিকরা ঘাম শুকানোর সাথে সাথে তাদের অধিকার আদায় নিয়ে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, ফারিয়ার সদস্যরা প্রতিমুহূর্তে মানুষের সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে যা খুবই প্রশংসনীয় বিষয়। তাই সকল কোম্পানির প্রতিনিধিদের একসাথে থেকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কাজ করার আহবান জানান।
এসময় ফারিয়ার সকল সদস্য ও উখিয়াতে কর্মরত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-