জুম্মাপাড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন ছাত্র-যুবকরা

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় সেচ্ছাশ্রমে নতুন কবরস্থান জঙ্গল কেটে পরিস্কার-পরিচ্ছন্ন করেছেন ছাত্র-যুবকরা।

২২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮ টা থেকে জুম্মাপাড়া এলাকার অর্ধশত যুবক সদস্য জঙ্গল কেটে কবরস্থান পরিষ্কার কাজে অংশ গ্রহণ করেন। তাদের এই মহতী উদ্যোগ কে স্বাগত জানান এলাকাবাসী।

তাদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট মাসুদ কায়সার বলেন, এরাই আগামীর ভবিষ্যৎ। যুবকেরাই পারে দেশ ও জাতিকে আরো একধাপ এগিয়ে নিতে। তাদের এই কার্যক্রমের ধারাবাহিতা যেন অব্যাহত থাকে তিনি সেটাই আশা করেন এবং এই ভাবে জালিয়াপালং ইউনিয়নের সব তরুণেরা যেন এই মহত কাজে অংশগ্রহণ করেন ।

জুম্মা পাড়া এলাকার কয়েকজন যুবক জানান, আমাদের এলাকার তরুণ সমাজসেবক শাহাব উদ্দিন শাহ’র নির্দেশনা মোতাবেক আজ কবরস্থান পরিষ্কার ও ধর্মীয় কাজের মধ্যদিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের এ কাজ চলমান থাকবে।

তরুণ সমাজসেবক শাহাব উদ্দিন শাহ বলেন, সামজিক এ মহৎ কাজে নিজে অংশ নিতে পেরে আনন্দিত। তিনি কবরস্থান রক্ষণাবেক্ষন ও চার পাশে সীমানা প্রাচীর নির্মাণে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং স্থানীয় সকল মুরব্বিদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

আরও খবর