উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের নারী শিশু হেল্প ডেক্স উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) অধিনে নারী ও শিশু সুরক্ষা, নিরাপত্তা এবং সেবা দেয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।

গত বৃহস্পতিবার ১৯ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশু হেল্প ডেক্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর, বিপিএম। উক্ত হেল্প ডেক্স এর হট লাইন নাম্বার ০১৩২০-১৯২০১৮।

এখন থেকে সার্বক্ষণিকভাবে একজন নারী পুলিশ অফিসারের মাধ্যমে নারী ও শিশু বিষয়ক সেবা প্রদান করা হবে।

উক্ত সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম কামরুল ইসলাম ক্যাম্প কমান্ডার, সহকারী ক্যাম্প কমান্ডার মোঃ সালাহ উদ্দিন কাদের।

এছাড়া ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী রোহিঙ্গা শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

আরও খবর