আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়া থেকে ৪ হাজার পিস ইয়াবা নিয়ে অপকর্মের হোতা ও একাধিক মামলার আসামি শীর্ষ এক মাদক কারবারি সহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
তারা হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বিট অফিস (লম্বরী) পাড়া এলাকার ছালেহ আহমেদের পুত্র বহু অপকর্মের হোতা ও একাধিক মামলার আসামি শীর্ষ ইয়াবা কারবারি মফিজ আলম (৩৯) ও একই এলাকার শামসুল আলমের ছেলে ছৈয়দ আলম (২১)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার শাখার উপ-পরিদর্শক মো. তায়রীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে চলমান সাড়াশি অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের খবরে জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কাশেম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-