হুমায়ূন রশিদ :
হ্নীলা আলহাজ্ব আবুল হোছাইন স্মৃতি ফাউন্ডেশন নুরানী একাডেমী নূরানী তা’লিমুল কুরআন বোর্ড,চট্টগ্রাম এর অধীনে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় প্রথম বারের মতো অংশ-গ্রহণ করেই কৃতিত্বের সাথে শতভাগ সফলতা অর্জন করেছে।
২০ডিসেম্বর (বুধবার) সকালে নূরানী তা’লিমুল কুরআন বোর্ড,চট্টগ্রাম এর অধীনে ৩য় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আলহাজ¦ আবুল হোছাইন স্মৃতি ফাউন্ডেশন নুরানী একাডেমীর ২৮জন ছাত্র-ছাত্রী প্রথম বারের মতো অংশ-গ্রহণ করেই ১৭জন (+A), ৯জন (A) এবং ২জন (-A) সহ সবাই পাশ করেছে। এই সুখবর নুরানী একাডেমীতে পৌঁছলেই উদগ্রীব থাকা শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফলে খুশি হয়ে অভিভাবকেরা মাদ্রাসায় এসে শিক্ষকদের মিষ্টিমুখ করান।
প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফরিদুল আলম জানান,এটি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। আমার আত্নীয়-স্বজন ও প্রতিবেশীদের ছেলে-মেয়েরা দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য এই মাদ্রাসায় আস্থা রেখেছে। আমরা খেয়ে না খেয়ে এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাই যুগের সাথে তাল মিলিয়ে দ্বীনি শিক্ষা প্রসারে আমরা কাজ করছি।
এই বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ শফিকুল আলম জানান,আমরা অত্র এলাকার গরীব মানুষের দ্বীনি শিক্ষা প্রসারের লক্ষ্যে এই একাডেমী ২০২১সালে প্রতিষ্ঠা করি। সর্বস্তরের মানুষের ভালবাসা ও সহায়তায় মহান আল্লাহর অশেষ রহমতে এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। আমরা প্রাতিষ্ঠানিকভাবে প্রথমবারই এই পরীক্ষায় অংশ-গ্রহণ করে শতভাগ সাফল্য অর্জন করায় আল্লাহর নিকট অশেষ শুকরিয়া জানাচ্ছি। এই বছরই নতুন করে হেফজ বিভাগ চালু করছি। কাল থেকে ভর্তি কার্য্যক্রম শুরু হচ্ছে। ছেলে-মেয়েদের কোরআনে হাফেজ হিসেবে গড়ে তুলতে ইচ্ছুকগণ মাদ্রাসার অফিস চলাকালীন সময়ে প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফরিদুল আলম (মোবাইল নং-০১৪০৯-৩৪০৩৩২)সহ সহকারী শিক্ষকগণের সাথে যোগাযোগ করতে পারেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-