কক্সবাজার জার্নাল ডটকম এ সংবাদ প্রকাশের জের...

ওয়ার্ল্ড ভিশন এনজিওর প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশ

আবদুল্লাহ আল আজিজ, ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এফডি-৭ প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনজিও সেল।

গত ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) জেলা প্রশাসক কার্যালয়ের এনজিও সেলের সহকারী কমিশনার নওশের ইবনে হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,’রোহিঙ্গা শরণার্থী প্রকল্পের জন্য মানবিক সহায়তা’এফডি-৭ প্রকল্পের অনুমোদন পত্রের ২ নং শর্তানুযায়ী প্রকল্পভুক্ত কর্মীদের তালিকা জেলা প্রশাসক, কক্সবাজার বরাবর দাখিল করার নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন : অস্ত্র ও একাধিক মামলার আসামির সাথে ওয়ার্ল্ড ভিশনের চুক্তি, বাস্তবায়ন করছে অনুমোদনহীন প্রকল্প

তাছাড়া সূত্রোক্ত ২ নং স্মারকে এনজিও বিষয়ক ব্যুরোর পত্রে কক্সবাজার জেলায় বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সহায়তার লক্ষ্যে প্রস্তাবিত এফডি-৭ প্রকল্পের মোট অনুদানের ২৫-৩০ শতাংশ অনুদান স্থানীয়দের জন্য বরাদ্দ রেখে এবং জেলা প্রশাসক, কক্সবাজার এর নির্দেশনা মোতাবেক প্রকল্প বাস্তবায়নের বিধান রয়েছে।

বিবেচ্য প্রকল্পের ক্ষেত্রে এফডি-৭ প্রকল্পের অনুমোদন পত্রের ২ নং শর্তানুযায়ী এবং সূত্রোক্ত ২ নং স্মারকের এনজিও বিষয়ক ব্যুরোর পত্রে বর্ণিত নির্দেশনাটি অনুসরণ করা হয়নি। এমতাবস্থায়, এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক আরোপিত শর্তাবলী ও নির্দেশনা লঙ্ঘন করায় রোহিঙ্গা শরণার্থী প্রকল্পের জন্য মানবিক সহায়তা (এফডি-৭) প্রকল্পের কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এডিসি মো. নাসিম আহমেদ বলেন, এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এফডি-৭ প্রকল্পের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। পরবর্তীতে তারা কাগজপত্র জমা দিতে পারলে পূণরায় কাজের অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, বেসরকারি সংস্থাটির কার্যক্রম নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে। এই নিয়ে গত ৬ নভেম্বর কক্সবাজার থেকে বহুল প্রচারিত কক্সবাজার জার্নাল ডটকম এ অস্ত্র ও একাধিক মামলার আসামির সাথে ওয়ার্ল্ড ভিশনের চুক্তি, বাস্তবায়ন করছে অনুমোদনহীন প্রকল্প শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে ওয়ার্ল্ড ভিশন এনজিওর বিভিন্ন অপকর্ম উঠে আসে। যা নিয়েও অধিকতর তদন্তও চলেছে।

আরও খবর