চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ২ হাজার ১৭ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বরিশাল বাজার ময়দার মিলস্থ টাওয়ার বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার কালেন জয় চাকমার ছেলে সিংকল চাকমা (২৮), রাঙামাটির জুরাছড়ি এলাকার মতিলাল তঞ্চঙ্গ্যাঁর ছেলে লক্ষ্মীধন তঞ্চঙ্গ্যাঁ (২৪) ও খাগড়াছড়ির দীঘিনালা থানার সুরসেন মেম্বার পাড়ার মৃত যুধিষ্ঠির চাকমার ছেলে উজ্জল মনি চাকমা (৩৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আসামিরা পার্বত্য জেলা থেকে চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। সেগুলো কারখানায় রেখে পাইকারী ও খুচরা দামে নগরীতে বিক্রি করার চেষ্টা করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-