উখিয়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

কক্সবাজার জার্নাল ডটকম রিপোর্ট :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।

আটককৃত রোহিঙ্গা যুবক হলেন, উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জলিলের ছেলে মোহাম্মদ রফিক(২৭)।আটককৃত রোহিঙ্গাকে সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

১৮ ডিসেম্বর (সোমবার) বিকাল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদ রফিকের বসতবাড়ীতে এ অভিযান চালানো
হয়।

এ ব্যাপারে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
 

আরও খবর