নিজস্ব প্রতিবেদক :
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় একটি মালবাহী ট্রাক চাপায় পাভেল দে (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার পৌনে ৭ টার দিকে বাংলাবাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত পাভেল দে স্কয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার মৃত মন্টু কুমার দে’র ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো বলেন, সোমবার সকালে কক্সবাজার সদরের মহাসড়ের বাংলাবাজার এলাকায় মালবাহী ট্রাক উল্টে যায়। ওই সময় একজন পথচারী নিহত হয়। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে ঘটনায় কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ একঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-